খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা সদ্য প্রকাশিত বই ‘অ্যা ব্রোকেন ড্রিম’কে মনগড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পিতবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এসকে সিনহা বই লিখে মনগড়া কথা বলছেন। এই বই নিয়ে ভাবাস সুযোগ নেই। সত্য কথা বললে প্রধান বিচারপতি থাকাবস্থায় বলেননি কেন, ক্ষমতায় না থাকার অন্তর্জালা মেটানোর জন্য তিনি এসব বলছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ