খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী মাসের ৬ তারিখে প্রকাশিত হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে।
সূত্র বলছে, ঢাকা শিক্ষা বোর্ড মে মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে ফল প্রকাশ করবে। তারা ইতিমধ্যে এসএসসির ফল প্রকাশের এই সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবও পাঠিয়েছে। এখন সরকারপ্রধান যেদিন এতে সম্মতি দেবেন, সেদিনই রেজাল্ট প্রকাশ করা হবে।
সূত্র মতে, আগামী ৪ ও ৫ মে সরকারি ছুটি । ফলে ৬ মে ফল প্রকাশ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়। দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে থেকে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ