হাসান কবির আরিফ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।
তিনি জানান, সম্প্রতি যুক্তরাজ্যে এক কনফারেন্সে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। এতে করে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমুর্তি ও মান ক্ষুন্ন হয়েছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই সাধারণ ডায়েরী করেছেন বলে জানান।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, সাধারণ ডায়েরী পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।খবর ২৪ঘণ্টা/ নই