খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ দেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। বিচারপরি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশের এ দিন ধার্য্য করেন।
রিট আবেদনের পক্ষে ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নী জেনারেল মুরাদ রেজা। এর আগে গত মঙ্গলবার রিট আবেদনটি দায়ের করা হয়। রিটে বলা হয়, একটি সংসদ বহাল থাকা অবস্থায় নতুন এমপিদের শপথ বৈধ নয়।
খবর২৪ঘণ্টা, জেএন