নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর সহধর্মিনী পারুল চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিয়ার ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এর কাছ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। একইদিন এমপি ওমর ফারুক চৌধুরী ও তার সহধর্মিনী করোনা পরীক্ষার জন্য নমুনা
দিয়েছিলেন। সেই নমুনা পরীক্ষায় এমপি ফারুক চৌধুরীর করোনা নেগেটিভ এলেও তার স্ত্রীর পারুল চৌধুরীর করোনা পজিটিভ হয়। এদিন, রামেক হাসপাতালে পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩৪ টি নেগেটিভ ও ৪৯ টির করোনা পজিটিভ হয়। ২টির ফল অমীমাংসিত রয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।