1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবারের নির্বাচনে একমাত্র প্রার্থী খালেদা জিয়া, তার জন্য ভোট দিন : কাদের সিদ্দিকী - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

এবারের নির্বাচনে একমাত্র প্রার্থী খালেদা জিয়া, তার জন্য ভোট দিন : কাদের সিদ্দিকী

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
কাদের সিদ্দিকী - সংগৃহীত

খবর২৪ঘণ্টা, ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য ধানের শীষে ভোট চেয়েছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘এবার নির্বাচনে কেউ প্রার্থী নেই। এবারের নির্বাচনে একমাত্র প্রার্থী বেগম খালেদা জিয়া। তার জন্য ধানের শীষে ভোট দিন।’

বুধবার কুমিল্লার চান্দিনা উপজেলায় আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী। সকালে নির্বাচনী প্রচারে ঢাকা থেকে কুমিল্লার দিকে রওনা দেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সভায় পুলিশের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আর নির্যাতন করবেন না। এক মাঘে শীত যায় না। ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন।’

কাদের সিদ্দিকী আরো বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের মুক্তির দিন, গণতন্ত্রের মুক্তি দিন। তাই ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

আপনাদের সব আছে। যদি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, তাহলে এ সরকার আপনাদের সাথে পারবে না ৷ আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আপনাদের বিজয় নিশ্চিত হবে। যেমন ৭১ সালের পাকিস্তানিরা পারেনি।’

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ‘ধানের শীষের সব প্রার্থী খালেদা জিয়ার প্রার্থী। তাই তাদের বিজয়ী করুন। আপনারা এক থাকলে কেউ আপনাদের ঠেকিয়ে রাখতে পারবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।’

মনিরুল হক চৌধুরী বলেন, ‘দারোগা পুলিশ দিয়ে সব হলেও জোর করে মানুষের ভালোবাসা আদায় করা যায় না। আপনারা ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিন। আপনারা ঐক্যজোট বজায় রাখতে পারলে কেউ আপনাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।’

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team