বাগমারা প্রতিনিধি:
বাগমারায় বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত সাবেক সংসদ সদস্য আবু হেনা বুধবার বিকেলে বাগমারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে কর্মী সভা করেছেন। বাগমারা উপজেলার বিএনপি’র কার্যালয় ভবানীগঞ্জ গরুহাটা সংলগ্ন ধানাহাটিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আবু হেনা প্রধান অতিথির বক্তব্যে বলেন, এবারের নির্বাচন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। সব ভয়ভীতি দুর করে সাবইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচেন বিজয়ী হয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনব। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সকল ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঝাপিয়ে পড়তে হবে এবং যে কোন কারচুপি ও ভোট ডাকাতি রোধ করার জন্য ফলাফল ঘোষনা না হওয়া পর্যন্ত সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে । ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান। সভায়
অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শামসাদ বেগম মিতালী, তাহেরপুর পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আবু নাইম শাসসুর রহমান মিন্টু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ্ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, বিএনপি নেতা প্রভাষক কামাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বিএনপি নেতা মোজাম্মেল হক, হুজুর আলী, জয়নাল আবেদীন, মোস্তাফিজুর রহমান টুকু, রহিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, গোলাম মোস্তাফা, বুকুল মৃধা, মহব্বত হোসেন, যুবদল নেতা সাবেক হোসেন, টিপু মোল্লা, হিটলার আলী, সাজ্জাদ হোসেন প্রমূখ। ্এর আগে আবু হেনা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে আবু হেনা রাজশাহী জেলা কারাগারে গিয়ে বিগত দিনে বিএনপি ও জামায়াতের আটক নেতা কর্মীদের সাথে সাক্ষাত করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।