1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবার রামেক হাসপাতালে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

এবার রামেক হাসপাতালে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপটেম্বর, ২০২০
রামেক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রিপন নামের এক কলেজ শিক্ষককে কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্য কর্তৃক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে রামেক হাসপাতালের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কলেজ শিক্ষক রিপন অভিযোগ করে জানান, তিনি গত বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে রামেক হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি হন।

ভর্তি থাকাকালীন তাকে ভালোভাবে চিকিৎসা দেয়া হচ্ছিলনা। শুক্রবার দুপুরে ওয়ার্ডের সিএ তাকে চিকিৎসা দেয়ার সময় দুর্ব্যবহার করে। এতে তিনি প্রতিবাদ করলে তিনি ওয়ার্ডের অন্য চিকিৎসক ও ইন্টার্নদের ডেকে তার উপর চড়াও হন। এর কিছুক্ষণ পরে ইন্টার্ন চিকিৎসকরা আনসার সদস্যদের ডেকে তাকে মারধর করায়। এরপর লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। রামেক হাসপাতালের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার আসাদ বলেন, আনসার সদস্যরা যাওয়ার আগে কি হয়েছে তা আমি জানিনা। তবে

আনসার সদস্যরা যাওয়ার পর তাকে মারধর করা হয়নি। তবে ইন্টার্ন চিকিৎসকরা তার থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। ওই চিকিৎসককে মারধর করা হয়নি।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই সজিব বলেন, রোগীর সাথে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। পরে সেটি সমাধান হয়েছে তা শুনেছি। এর বেশি কিছু জানিনা।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST