নিজস্ব প্রতিবেদক :
আগামী ২ এপ্রিল রাজশাহীসহ সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫০ হাজার ৯৫৪ শিক্ষার্থী। গতবার অংশ নিয়েছিলো ১ লাখ ৪১ হাজার ২৭৮ জন। এ বছর এই বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯ হাজার ৬৭৬ জন। সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ এপ্রিল রাজশাহীসহ সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে অধীন পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫০ হাজার ৯৫৪ শিক্ষার্থী। ২০১৮ সালে অংশ নিয়েছিলো ১ লাখ ৪১ হাজার ২৭৮ জন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯ হাজার ৬৭৬ জন। এ বছর ১৯৭টি কেন্দ্রে পরীক্ষা
অনুষ্ঠিত হবে। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার সরকার বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে বোর্ড। তিনি আরো জানান, এ বছর প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট পূর্বে পৌঁছানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ মিনিট পর পৌঁছালে কেন তার দেরি হলো, এই মর্মে নাম এন্ট্রি করা হবে। এছাড়া তার পরিবারের মোবাইল নম্বর,
ঠিকানাসহ যাবতীয় তথ্য নেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষায় একই শিক্ষার্থীর উপস্থিতি হতে দেরি হলে তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। উপ- পরীক্ষা নিযস্ত্রক মো. জাহিদুর রহিম পরীক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীরা যেন এবার চিন্তামুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। কেননা এবারে সকল পরিবেশ তাদের অনুক‚লে। আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে বাংলা ১ম পত্র।
খবর ২৪ ঘণ্টা/আর