1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবার মুখোমুখি সঞ্জয়-রণবীর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

এবার মুখোমুখি সঞ্জয়-রণবীর

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৭ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ট্রেলারে-পোস্টারে রিয়েল সঞ্জয়কে মাত দিয়েছেন রিল সঞ্জু। না বললে কার সাধ্যি আসল-নকল ফাড়াক ধরা! তবে এবার রিল-রিয়েল নয়। লড়াই হবে সামনাসামনি। সিনে ময়দানে একসঙ্গে অভিনয় করতে চলেছেন সঞ্জয় দত্ত এবং রণবীর কাপুর। সৌজন্যে যশরাজ ফিল্মস।

ঢালাও অ্যাকশন দিয়ে কাহিনি বুঁনেছেন পরিচালক করণ মলহোত্রা। যে গল্পের ভিলেনই হিরো। ছবির নাম ‘শমশেরা’। নাম-ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। পরিচালকের কথায়, ” আমার শমশের খুব ভয়ঙ্কর ও সাহসী ভিলেন। তাই ওর বিপরীতে যে ভিলেন থাকবে, তাকেও ততটাই খতরনাক হতে হবে। আর সেক্ষেত্রে সঞ্জয় দত্ত ছাড়া ভালো আর কী হতে পারে।”

এদিকে ‘শমশেরা’-এর অফার পেয়ে আবেগে ভাসছে মুন্নাভাই। তিনি বলেন, ” আমার বাবার সঙ্গে যশ অ্যাঙ্কেলের খুব ভালো সম্পর্ক ছিল। এই প্রথম ওঁনার ব্যানারে কাজ করার সুযোগ আমি পেয়েছে। যা আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত”।

করণ মলহোত্রার সঙ্গে এটি সঞ্জয়ের দ্বিতীয় সিনেমা। তবে রণবীরের সঙ্গে এই প্রথম। তাছাড়া মিস্টার দত্ত সাহেব বলেন, ” রণবীরের সঙ্গে আমার একসঙ্গে অভিনয়, সত্যি দারুণ আইডিয়া।”

রণবীর-সঞ্জয় দত্ত ছাড়া এছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বানী কাপুর। আপাতত জমিয়ে চলছে শ্যুটিং পর্ব। সব শেষ ঠিকঠাক চললে এবছরই পর্দাজুড়ে মুক্তি পাবে ‘শমশেরা’।
খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST