রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন অবরোধ করেছেন ‘চাকরি প্রত্যাশী’ শাখা ছাত্রলীগের নেতারা। মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রশাসন ভবনের ফটকে তালা লাগিয়ে সেখানেই অবস্থান নেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে।
সেখানে অবস্থান নেয়া রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহাফুজ আল-আমিন জানান, আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নিবেন।
এ বিষয়ে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একজন প্রতিবন্ধী ছেলেকে চাকরি দেওয়ার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করেছি। সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতারা এসে চাকুরির দাবি করে। আমি তাদের জানাই সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়োগ বন্ধ রাখা হয়েছে, এখন আমি নিয়োগ দিতে পারবো না। এরপর তারা গেটে তালা লাগিয়ে দেয়।
প্রসঙ্গত, গতরাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনের ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রলীগের এই নেতারা। তার প্রায় ১২ ঘন্টা পর উপাচার্যের বাড়ির তালা খুলে দেওয়া হয়।