1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবার জালিয়াত চক্র সফল হয়নি: রাবি উপাচার্য - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

এবার জালিয়াত চক্র সফল হয়নি: রাবি উপাচার্য

  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, পরীক্ষাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ কমিশনার। সেই সাথে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সং¯’ার সদস্যরা তৎপর রয়েছে। সেজন্যই এবার জালিয়াত চক্র সফল হয়নি।

সোমবার (৪ অক্টোবর) সকালে রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপচার্য বলেন, এক্সপার্টরা বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ও স্ক্যানার নিয়ে ঘুরছেন। আমরা বিষয়গুলো খুব সূ²ভাবে মনিটরিং করছি।

তিনি আরো বলেন, মেয়ে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমাদের আবাসিক হল বন্ধ থাকা সত্তে¡ও ছাত্রী হলগুলো খুলে দিয়েছি। সেই সাথে ছাত্র আবাসিক হলসমূহের নিচতলা খুলে দিয়েছি যাতে করে অভিভাবকরা বাথরুমগুলো ব্যবহার করতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা গ্রহণের ব্যাপারে পজিটিভলি চিন্তা করছি। তবে আমরা গু”ছ পদ্ধতিতে যাবো না। এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ের ওপর।

উল্লেখ্য, আজ (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রতিদিন তিন শিফটে সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০টায়, দ্বিতীয় শিফট ১২ থেকে ১টা। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টা থেকে ৪ টা।

আগামীকাল (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এবং আগামী বুধবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ৩ ইউনিটে ‘বিশেষ’ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে অংশ নেবে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন ভর্তি”ছু। তাদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৩১ জন ভর্তি”ছু।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST