খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ঢাকা: গুলশানের ডেলটা লাইফ টাওয়ারের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে ভবনের লোকজন।
শনিবার বিকেল ৩টা ৪৮ মিনিটে ভবনটির চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়৷
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজাদ আবুল কালাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ভবনটির প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, ৪ তলায় ভিএফএস গ্লোবাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অফিস। যে কক্ষটিতে আগুন লাগে সেই কক্ষটি স্টোররুম। ওই কক্ষের লাইট শর্টসার্কিটে ব্লাস্ট হয়ে আগুন লেগে যায়। পরে তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলে।
খবর২৪ঘণ্টা, জেএন