1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবার ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন শ্রাবন্তী-সোহম - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

এবার ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন শ্রাবন্তী-সোহম

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

বাংলা বহু ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন শ্রাবন্তী-সোহম জুটি। ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘দুজনে’তে দেখা যাবে টলিপাড়ার এই জনপ্রিয় জুটিকে।

রবিবার (৮ নভেম্বর) থেকেই শুরু হয়ে গিয়েছে ‘দুজনে’ ওয়েব সিরিজটির শ্যুটিং। এটি একটি থ্রিলার। এখানে স্বামী-স্ত্রী অহনা ও অমরকে একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে দেখা যাবে। এই ওয়েব সিরিজে শ্রাবন্তী ও সোহমের চরিত্রের নাম অহনা ও অমর। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে অহনা ও অমরের ফার্স্ট লুক।

প্রসঙ্গত, দুজনে ওয়েব সিরিজটি প্রথমে নাম রাখা হয়েছিল ‘ইনটিউশন’। পরে নাম বদলে ‘দুজনে’ করা হয়েছে। জীবনের প্রথম ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করে শ্রাবন্তী বলেন, ”আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে অত্যন্ত খুশি, সেটিও আবার সোহমের সঙ্গে। এসভিএফ হাত ধরে সোহমের সঙ্গেই আমার বাংলা চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলাম। আর এখন এটা করছি হইচই এর সঙ্গে। দুজনে একটা দুর্দান্ত গল্প রয়েছে। এটির স্ট্রিমিংয়ের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না!”

সোহম বলেন, ”সবার ভালবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি আমার প্রথম ওয়েব সিরিজের জন্য প্রস্তুত হয়েছি! দুজনে শুধু একটি থ্রিলারই নয় এটা একটা প্রেমের গল্পও। আমি আবারও শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। আশাকরি দর্শকরা আমার ছবির জন্য যেভাবে পাশে থেকেছেন, তেমনই এটার জন্যও থাকবেন।”

জে এন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST