রাজশাহী মহানগরী ও জেলার ৯টি উপজেলায় এপ্রিল মাসে মোট ১৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটে ১২ টি ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে ০৩টি। রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসের নারী ও শিশু নির্যাতনের আলোচিত ঘটনা ছিল ৪ এপ্রিল চারঘাটে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, ০৬ এপ্রিল
রাজশাহীতে র্যাব সদস্যের স্ত্রীর আত্যহত্যা, ১৪ এপ্রিল পুঠিয়ায় ১২ দিন ধরে তরুণী নিখোঁজ, একই তারিখে বাঘায় দুপক্ষের সংধর্ষে নারী আহত, ১৭ এপ্রিল বাঘায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, ১৮ এপ্রিল বাঘায় গৃহবধূর আত্যহত্যা, ২০ এপ্রিল তরুণীকে হত্যা করে ড্রামে ভরে ফেলে আসে পুলিশ কনস্টেবল, একই তারিখে বাঘায় মায়ের সামনে স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টা, ২৬ এপ্রিল প্রভাবশালীদের অত্যাচারে বাগমারায় গ্রাম ছাড়া কয়েকটি পরিবার, একই তারিখে বাঘায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ।
এস/আর