1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
একলা চলো নীতিতে বাম জোট - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০ অপরাহ্ন

একলা চলো নীতিতে বাম জোট

  • প্রকাশের সময় : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একলা চলো নীতি গ্রহণ করেছে বাম রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট কিংবা বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে যুক্ত হবেনা তারা। নিজেদের স্বতন্ত্র অবস্থান থেকে বাম রাজনৈতিক দলগুলো কর্মসূচি চালিয়ে যাবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বাম জোট রাজপথে আছে। নির্বাচনী পরিবেশ থাকলে নিশ্চয়ই বামজোট নিজেদের মতো করেই নির্বাচনে যাবে। তবে সব কিছুই নির্ভর করছে পরিস্থিতি ও পরিবেশের উপর। একই অভিমত, বাসদের সমন্বয়ক কমরেড খালেকুজ্জামান ভুঁইয়ার মুখেও।

এদিকে, ১৪ দলে যুক্ত থাকা বাম দলগুলোতে হতাশা দেখা দিয়েছে। এখনো নির্বাচন প্রশ্নে দলগুলোর সঙ্গে আসন বন্টন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। বাংলাদেশের সাম্যবাদী দলের প্রধান সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানান, ১৪ দলে আছি অনেকটা উচ্ছিষ্টের মতো। প্রয়োজন হলে ডাক পড়ে-প্রয়োজন না হলে ঘরে নিশ্চুপ বসে থাকতে হয়।

একই অভিমানের সুর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানের মুখেও। জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী থাকলেও দলের প্রতি সুবিচার হয়নি বলে অভিযোগ তুলেন তিনি। তবে রাশেদ খান মেননের অভিমান থাকলেও ১৪ দলের সাথেই থাকবেন তিনি। এবারও মতিঝিল-রমনা আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন। তবে এব্যাপারে এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে কোন সবুজ সংকেত দেয়া হয়নি।

এদিকে, আওয়ামী লীগের নির্বাচনী তোড়জোড়ে ১৪ দলের অধিকাংশরাই নাখোশ। তবে শরিক দলগুলো আশা করছে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী আসন বণ্টন প্রক্রিয়া খুব সহসাই সমাধান হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিভক্তি নিয়েও বিব্রতকর অবস্থায় আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তথ্যমন্ত্রীর ইনুর জাসদ এবং শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদ ১৪ দলীয় জোটে যুক্ত আছে। দু অংশেই সংসদ সদস্য রয়েছে। একাদশ নির্বাচনে জাসদের মনোনয়ন প্রক্রিয়া কি হবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

এ বিষয়ে  জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আশা করি ১৪ দলীয় জোটে আমাদের সঠিক মূল্যায়ন হবে। দলের পক্ষ থেকে ইতিমধ্যে প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। তবে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদের সাধারণ সম্পাদিকা শিরীন আখতার জানান, আমরা ১৪ দলীয় জোটের প্রতি আস্থাশীল। আশা করছি, মনোনয়ন প্রশ্নে দু-একদিনের মধ্যেই সমাধান হবে। সূত্র:বাংলা ইনসাইডার

খবর২৪ঘণ্টা, /জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST