রাবি প্রতিনিধিঃ শূন্য কোটায় মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দাবি ১ দফা কমিয়ে সবার জন্য অভিন্ন বয়সসীমা সহ বাকি ৪ দফা মেনে নেয়ার দাবিতে ৫ম দিনের মতো মানববন্ধন অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুচিতা রায়ের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে এ মানববন্ধন শুরু হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাসুদ মোন্নাফ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু সায়েম, পপুলেশন সায়েন্স বিভাগের রাফি,রাষ্ট্র বিজ্ঞান বিভাগের রশিদুল ইসলাম মুবিন , শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের নাসিম,সমাজকর্ম বিভাগের রবিউল , দর্শন বিভাগের ফিরোজ সহ অন্যান্যরা শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, ” বঙ্গবন্ধুর সোনার বাংলায়, একটি স্বাধীন দেশে আজও আমরা কোটা বৈষম্যের শিকার। কোটার মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে। কোটা ছিল জাতির অনগ্রসর অংশকে অগ্রসর করার জন্য। কোটা কখনো কাউকে পুরস্কৃত করার জন্য নয়। আক্তার আলী খান বলেছেন বাংলাদেশে ২৫৭ ধরনের কোটা চালু আছে।এটা উদ্ভট ও মারাত্মক বৈষম্যপূর্ন। কেন এতো কোটা ?
এসময় তারা নিজেদের শোষিত ও নির্যাতিত দাবি করে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটির উদ্ধৃতি দিয়ে বলেন বঙ্গবন্ধু পাকিস্তানী শাসক গোষ্ঠীর শোষণ, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলে তিনি যে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন সে পাকিস্তান তাকে দিনের পর দিন জেলে বন্দী রেখেছিল। আজ ৫৬% কোটাধারীরা এদেশের এলিট শ্রেণী। আজ ২৫ বছর বয়সে মেধাবীরা চাকুরী পায় না কিন্তু ৩০ বছর বয়সেও কোটাধারী এলিটরা চাকুরী পাচ্ছে। আমদের পিঠ দেয়ালে টেকে গেছে। আজ মেধার মূল্যায়ন হচ্ছে না। কোটার কারণে যোগ্যতা থাকা সত্বেও মেধাবীরা বঞ্চিত হচ্ছে ।”
এসময় তারা আশা প্রকাশ করে বলেন, “সরকার ইতিমধ্যে আমাদের একটি দাবি মেনে নিয়েছে ইনশাল্লাহ বাকি ৪টি দাবি দ্রুত আদায় করে নিতে পারব।”
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করতে দেখা যায়। অবিলম্বে তারা সরকারকে বাকি ৪ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান এবং কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা নেপালের ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দূর্ঘটনায় নিহতদের স্বরণে ১মিনিট নীরবতা পালন করেন এবং তাদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য যে আজ ৫ম দিনের মত আন্দোলন অব্যাহত রেখেছে রাবি শিক্ষার্থীরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ