1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মৌরী চিকিৎসক হতে চায় - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:২২ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মৌরী চিকিৎসক হতে চায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষায় রাজশাহী নিউ ডিগ্রী কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া লাবন্য মৌরী চিকিৎসক হতে চায়। তার ইচ্ছা মেডিকেলে ভর্তি হয়ে একজন ভাল চিকিৎসক হবে। ভাল চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষকে সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে। বৃহস্পতিবার রেজাল্ট পরবর্তী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খবর ২৪ ঘণ্টার কাছে এ মন্তব্য করে লাবন্য মৌরী।
লাবন্য মৌরী আরো জানায়, চিকিৎসক হওয়ার ইচ্ছায় ছোট বেলা থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করছে সে। তার ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তর বঙ্গের অন্যতম নিউডিগ্রী কলেজে ভর্তি হয়। এবার নিউ ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে কার কার অবদান আছে এমন প্রশ্নের জবাবে মৌরী জানায়, নিউ ডিগ্রী কলেজে ভর্তি না হলে জানতেই পারতোনা শিক্ষক এত অনুপ্রেরণা জোগায়। বিশেষ করে অধ্যক্ষের অনুপ্রেরণা ছিল অনেক। তাঁর উৎসাহ মূলক বক্তৃতা জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে অনেক প্রেরণা জুগিয়েছে। তারপর বলবো বাবা-মায়ের কথা। বাবা-মায়ের অসামান্য অবদান আছে এ ফলাফলের পেছনে। তারা সহযোগিতা না করলে এই ফলাফল করা সম্ভব হতো না। জিপিএ-৫ পেয়ে মৌরী সবার কাছে কৃতজ্ঞ। সে যাতে ডাক্তার হতে পারে এ জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে সে। তার বাবা আব্দুল ওয়াব একজন আইনজীবী ও মা মাসুদা বেগম গৃহিণী।

অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কোন সমস্যা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মৌরী বলে, প্রথমবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীরা একটু সমস্যার মধ্যে পড়েছে। আইসিটি, পদার্থ বিজ্ঞান ও ইংরেজি পরীক্ষা অনেকের খারাপ হয়েছে। এ ছাড়া কিছু প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় জটিলতার মধ্যে পড়তে হয়েছিল।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team