খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ক্ষমতা যেখানে, মানুষের ভিড়ও সেখানে। ক্ষমতার সামনে মানুষের অনেক কিছু বলার থাকলেও, তা বলা যায় না। বলিউডেও এই ধারাই বছরের পর বছর ধরে চলে আসছে। ক্ষমতার বিরুদ্ধে তোপ দেগে এখন খবরের শিরোনামে তনুশ্রী দত্ত। নানা পটেকরের মতো বড় মাপের অভিনেতার বিরুদ্ধে মুখ খোলায় প্রথমে সমালোচনার শিকার হলেও, এখন তাঁর পাশে বলিউডের বড় অংশ।
প্রিয়ঙ্কা চোপড়া থেকে ফারহান আখতার তনুশ্রীর পক্ষেই। কঙ্গনা রানাউতও বলেছেন, ‘‘তনুশ্রীর সাহস আছে’’। এ বার জমি পেয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রবিনা ট্যান্ডন।
What defines harassment in a workplace?The fact that many industry wives/girlfriends are silent observers or instigators, when actor husbands destroy the actresses careers after the chase and flirtation is over,have them replaced with other potential targets?
— Raveena Tandon (@TandonRaveena) September 29, 2018
রবিবার সকালে রবিনা একটি টুইট করেন, ‘‘কর্মক্ষেত্রে হেনস্থা হওয়া ঠিক কাকে বলে? এই ইন্ডাস্ট্রিতে বহু স্ত্রী/প্রেমিকারা নীরব দর্শক বা প্ররোচকের মতো। তাঁদের স্বামীরা অন্য অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করা হয়ে গেলে তাঁদের কেরিয়ার ধ্বংস করেন এবং তার পরে নতুন কারওকে নিশানা করেন।’’
রবিনার এই টুইটের পরেই নেটিজেনদের এক দল মনে করছেন এই পোস্টে কি পরোক্ষ ভাবে অভিনেত্রী অক্ষয় কুমারকে নিশানা করেছেন? এক সময়ে অক্ষয়ের সঙ্গে রবিনাকে নিয়ে বলিউডে কম গুঞ্জন ছিল না। তবে শুধু রবিনা নয়। অক্ষয়ের তালিকায় একের পরে এক মহিলার নাম জুড়েছে। তারকা পত্নী হিসেবে এখানে টুইঙ্কলের কথাই ইঙ্গিত করেছেন রবিনা, এমনই মনে করছেন নেটিজেনরা।
তবে বলিউডে কাস্টিং কাউচের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু ক্ষমতার চোখ রাঙানি আর কাজ হারানোর ভয়, এই দুই জড়তা কাটিয়ে অভিনেতারা মুখ খুললে হয়তো অনেকটাই এড়ানো যাবে এমন পরিস্থিতি!
/জেএন