খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক: রুপালি পর্দার বর্ণাঢ্য মানুষ ঋষি কাপুরকে হারিয়ে কাঁদছে বলিউড। তার সিনিয়র ও জুনিয়র শিল্পীরা তার প্রয়াণে নানা রকম শোকবার্তা জানাচ্ছেন শ্রদ্ধায়, সম্মানে।
সেই তালিকায় আছেন ঋষির স্নেহের অভিনেতা সঞ্জয় কাপুর। তিনি তার প্রিয় অভিনেতাকে নিয়ে লিখেছেন কীভাবে তার দুর্দিনে দেওয়াল হয়ে পাশে ছিলেন ঋষি।
৬৭ বছরের অভিনেতার প্রয়াণে শোকাহত সঞ্জয় লিখেছেন, ‘আপনি সারা জীবন ও ক্যারিয়ারে আমার অনুপ্রেরণা হয়ে ছিলেন। আমার দুর্দিনে আপনি শিখিয়েছিলেন কীভাবে জীবনে ভরপুর বাঁচা যায়। অনেক ছবিতে আপনার সঙ্গে কাজ করে আমি ধন্য। আপনি সব সময় শেখাতেন।
ক্যানসারের সঙ্গে লড়াই খুব কঠিন। কিন্তু কখনোই আপনি ভালোবাসা ছাড়েননি।’
ঋষি কাপুরের প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেক রাজনৈতিক, ক্রীড়া, শোবিজের ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন।
খবর২৪ঘন্টা/নই