খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা গেছে। ইউএস-বাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নিহত ২৬ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা গেলো।
জানা গেছে, ফরেনসিক টেস্টের মাধ্যমে নিহত নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের মরদেহ শনাক্ত করা গেছে। হয়েছে। ফলে ডিএনএ টেস্টের আর দরকার পড়ছে না। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন, যার মধ্যে ২৬ জন বাংলাদেশি। বিমানের ৩৬ বাংলাদেশি আরোহীর মধ্যে আহত হন ১০ জন।
নিহত ২৩ জনের লাশ গত সোমবার (১৯ মার্চ) দেশে এসে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ