খবর২৪ঘণ্টা, ডেস্ক: “গণপতি বাপ্পা মৌরিয়া! মঙ্গলমূর্তি মৌরিয়া!” চারিদিকে একই রব শোনা যাচ্ছে৷ আকাশে বাতাসে উৎসবের মেজাজ৷ আর উৎসব মানেই নজর ঘুরে যায় সেলেব্রিটদের দিকে৷ কেমন সেজে কোথায় গেলেন, সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন৷ তেমনই অনুরাগীদের মন ছিল সলমন খানের বাড়ির গণেশ পুজোর দিকে৷ সলমনের বাড়িতে পুজো মানেই গোটা ইন্ডাস্ট্রির আমন্ত্রণ৷ ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে হাজির ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা আরোরা খান৷
গণেশ পুজো চলছিল ভেতরে৷ একে একে পরিবারের সদস্য এবং সলমনের অথিতিরা গণেশের আরতি করছিলেন৷ তবে গোল বাঁধল ক্যাটরিনা কাইফের আরতি নিয়ে৷ ক্যাটরিনা কাইফের সলমনের পরিবারের এক সদস্যের মতোই৷ তাই যে সময় সলমনের মা, বোন, ভাইরা আরতি করেছেন, সেই সময়েই ক্যাটও আরতি করেছেন গণেশের৷ কিন্তু আরতি শুরু করতেই ঘটল অঘটন৷ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে উল্টো আরতি করছেন ক্যাটরিনা৷ আরতির থালা ঘোরাতে হয় বাঁদিক থেকে ডানদিক৷ কিন্তু অভিনেত্রী থালাটি ঘোরাচ্ছেন ডানদিক থেকে বাঁদিকে৷
ব্যস! সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার কারণই হয়ে দাঁড়ালো ক্যাটরিনার উল্টো আরতি৷ সত্যি কথা বলতে সকলের আরতির মাঝে তাঁর আরতিটা খানিক চোখেই লাগছিল৷ চোখে লাগছিল বলেই নায়িকার বিরুদ্ধে অগণিত হেট কমেন্টসে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া৷ একের পর এক নেটিজেনরা ট্রোল করে চলেছেন ক্যাটরিনাকে৷ “ওহ মাই গড! ক্যাটরিনা পুরো উল্টো আরতি করছে৷ কেউ অন্তত বলতে পারত ওকে৷ এখনও শিখে উঠতে পারল না ক্যাটরিনা৷”
কয়েকজন এও লিখেছে, “আমি চাইনা বিষয়টির ওপর পয়েন্চ করতে কিন্তু ক্যাটরিনা অ্যান্টিক্লকওয়াইজ আরতি করছে৷ আর এটা অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে৷” ক্যাটরিনা ভারতীয় নয়, এমন বলেও অনেকে কটাক্ষ করেছেন তাঁকে৷ “বিদেশিরা কখনই আমাদের সংস্কৃতি শিখে উঠতে পারবে না৷” তবে এসব ট্রোলিং এব কটাক্ষের মাঝেও ক্যাটরিনার ফ্যানেরা এলেন তাঁর উদ্ধারে৷ সরাসরি ট্রোলারদের জবাব দিয়ে বলেছে, “একজন উল্টো আরতি করেছে বলে এতো অসুবিধা হচ্ছে? বাকিরা কি পুজোর বিষয় সবকিছু জেনে বসে আছে?” একজন ট্যুইটারাটি লিখেছে, “উল্টো আরতি করে ফেলেছেন উনি মানছি৷ কিন্তু কোনও সমস্যা নেই৷ মন থেকে ভক্তি শ্রদ্ধা থাকলেই হল৷”
প্রসঙ্গত, দুটি বড়ো প্রজেক্টে কাজ করছেন ক্যাটরিনা৷ একটি আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’৷ ছবিতে তাঁর বিপরীতে থাকছেন শাহরুখ খান, এছাড়াও রয়েছেন অনুষ্কা শর্মা, অভয় দেওল৷ এব ক্যামিও করেছেন সলমন৷ অন্যদিকে সলমনের ‘ভারত’ ছবিতেও নায়িকা তিনি৷
খবর২৪ঘণ্টা,কম/জন