1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
উপসর্গ দেখা গেলে লুকিয়ে না রেখে ডাক্তার দেখান: প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

উপসর্গ দেখা গেলে লুকিয়ে না রেখে ডাক্তার দেখান: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে মহামারীর রূপ নেওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশে শনাক্ত হওয়া তিনজনের অবস্থা মোটামুটি ভালো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে পরামর্শ দিয়ে তিনি বলেছেন, কোনো রকম উপসর্গ দেখা গেলে সেটা না লুকিয়ে রেখে সাথে সাথে ডাক্তার দেখানো এবং পরামর্শ নেওয়া, চিকিৎসা নেবেন আপনারা। সেটা আমরা চাই।’

বৃহস্পতিবার সকালে গণভবনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সেই ক্ষেত্রে আমি বলব আমাদের এখানে যদি কেউ কখনও মনে করেন যে এ ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা তার কোনো রকম নমুনা দেখা দিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আমরা প্রতিটি জেলা-উপজেলায়ও আমাদের চিকিৎসাকেন্দ্র বা হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।’

করোনাভাইরাসে আতঙ্ক অনেক বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই ক্ষেত্রে আমি সবাইকে বলব এখান থেকেও আমাদের দেশকে মুক্ত রাখতে হবে। ইতিমধ্যে আমরা বিদেশ থেকে আসা আমাদের দুইজন নাগরিককে শনাক্ত করেছি। তাদের চিকিৎসা করা হয়েছে, তারা মোটামুটি ভালো এবং একজন সংক্রমিত হয়েছিল। এছাড়া বাকি আমরা সবাই ভালো আছি। কিন্তু এই ভালো থাকলেই চলবে না। ভালো সবাইকে রাখতে হবে। সেটাও মাথায় রাখতে হবে।’

আইইডিসিআর থেকে প্রতিনিয়ত দেশবাসীকে সচেতন করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সচেতনতামূলক যে সমস্ত নির্দেশনা আসছে সেটা সবাইকে মেনে চলতে হবে। তাহলেই আমরা কিন্তু আমাদের দেশটাকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারব।’

বিদেশ ফেরত নাগরিকরা নিজেরা যেন কারো সঙ্গে মেশার বেলায় সচেতন থাকেন সে বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা বিদেশ থেকে আসবে সাথে সাথে অনুরোধ করব যেসব দেশে এই ধরনের ভাইরাস দেখা গেছে, তারা নিজেরা অন্তত বাইরের কারো সঙ্গে মিশবেন না এবং কিছুদিন অপেক্ষা করে দেখবেন এই রোগের কোনোরকম লক্ষণ দেখা যায় কিনা। যদি লক্ষণ থাকে সাথে সাথে সেটার ব্যবস্থা নেওয়া, কারণ একজনের জন্য আরেকজনের মধ্যে ছড়াতে পারে। এই বিষয়টার দিকে সবার নজর রাখতে হবে।

মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার তাগিদ দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘এই সুন্দরভাবে দেশ গড়ে তুলতে গেলে পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সকলের জন্য প্রয়োজন। নিজেরা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকেন তাহলে আশপাশের মানুষগুলো ভালো থাকতে পারবে না বা রোগ-শোক, বালাই এগুলো সবসময় দেখা দেবে।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team