বাঘা প্রতিনিধি: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় রাজশাহীর বাঘায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২-০৩-১৮) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের উন্নয়ন তথ্য ব্যানার ফেষ্টুন নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন, কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি, ফাহানা দিল আফরোজ রুমি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুল আলম, আজিজুল আযম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দীন, সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, চেয়ারম্যান রফিকুল ইসলাম, শফিকুর রহমান শফিক, ওসি রেজাউল হাসান রেজা প্রমুখ।
অপর দিকে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় আড়ানী মনোমোনিহী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একটি আনন্দ বর্নাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিন মতি। সহকারি শিক্ষক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আকবর হোসেন, আবদুল হান্নান, সহকারি সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ