খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: এবার উড্ডয়নের ২৫ মিনিট পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার এ ঘটনা ঘটে। বিমানটি ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।
কিন্তু কী কারণে আকাশে ২৫ মিনিট উড়ার পর ফিরে এসে জরুরি অবতরণ করতে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাস ৮ কিউ ৪০০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪ ক্রুসহ বিমানের ৭১ জনের সবাই হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত হন। আর ১০ বাংলাদেশি, ৯ নেপালি, ১ মালদ্বীপের নাগরিকসহ ২০ জন আহত হন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।