পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেরগিন ভ্যাইলি (৫৯) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে রোসেম নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রুপপুর মানবিক বিদ্যুৎ প্রকল্পে গ্রীন সিটির একটি কক্ষে থাকতেন।
জানা গেছে, শুক্রবার গ্রীন সিটির এক নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষের বাথরুমের ভেতরে তাকে পরে থাকতে দেখা যায়। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী সত্যতা নিশ্চিত করে জানান, শেরগিন ভ্যাইলি রোসেম কোম্পানীতে কর্মরত ছিলেন। বেশ কিছু দিন আগে তিনি রুপপুর প্রকল্পের সাব-ঠিকাদার ওই কোম্পানীতে কাজের জন্য রাশিয়া থেকে বাংলাদেশে আসেন। ধারণা করা হচ্ছে ভ্যাইলি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন