1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রীজে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু  - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রীজে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী-খুলনা রেলপথের পাকশী হার্ডিঞ্জ ব্রীজের ওপর রং করার সময় বিদ্যুৎস্পর্শে শরিফ হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার  সকাল ১১টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রীজের ৮ নম্বর গার্ডারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর গ্রামের চুনু মিয়ার ছেলে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী মনিরুজ্জামান মনির বলেন, পাকশীর হার্ডিঞ্জ ব্র্রীজের ওপর রাজশাহীর রোজলিন ট্রেডার্সের শামিমুর রহমান রিডার’র ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা রংয়ের কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে ৮ নম্বর গার্ডারের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন শ্রমিক শরিফ হোসেন। এ সময় সহকর্মীরা ফায়ার সার্ভিস ও হার্ডিঞ্জ ব্র্রীজ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ঈশ্বরদী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিনা মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়।খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team