1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর দাফন সম্পন্ন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

পাবনা প্রতিনিধি: সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলুর পৃথক দু’টি জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে।

ঢাকা থেকে তার মরদেহ বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় তার নিজ এলাকা ঈশ্বরদীতে এসে পৌঁছায়। এ সময় দলীয় নেতাকর্মীরা মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।

এরপর বিকেল সাড়ে চারটায় ঈশ্বরদী পৌর শহরের আলীবর্দি সড়কের বাসভবনের সামনে মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাযা। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তার গ্রামের বাড়ি উপজেলার লক্ষীকুন্ডা গ্রামে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাযা নামাজ। পরে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মা’র কবরের পাশে দাফন করা হয়।

জানাযা নামাজে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, ঈশ্বরদী সার্কেলের সহকারি পুলিশ সুপার ফিরোজ কবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন শামসুর রহমান শরীফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বেশকিছুদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনী সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরপর পাঁচবারেরর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team