1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঈশ্বরদীতে রেলওয়ের ৫শ’ পরিবারকে উচ্ছেদ না করার দাবিতে ঘেরাও  - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে রেলওয়ের ৫শ’ পরিবারকে উচ্ছেদ না করার দাবিতে ঘেরাও 

  • প্রকাশের সময় : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে উপজেলার পাকশীতে রেলওয়ের ব্যারাক পাড়া ও মেরিন পাড়ায় ৪০ বছর ধরে বসবাসরত ৫ শতাধিক পরিবারকে উচ্ছেদ করার সিদ্ধান্ত পরিবর্তনের দাবি করেছেন বসবাসকারীরা। বৈধভাবে বসবাসরত কয়েকজন মুক্তিযোদ্ধাসহ এলাকার শত শত বাসিন্দারা রেলওয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকশী রেলওয়ের বিভাগীয় অফিস ঘেরাও, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
গতকাল রোববার সকাল দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত স্বতস্ফুর্ত এ আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ, রেলওয়ে শ্রমিকলীগসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। এলাকার নারী-পুরুষ ও শিশুরা বিক্ষোভ মিছিল নিয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে সেখানে মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করেন।

এসময় রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ওহিদুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা-আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন পাকশীর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হবিবুল ইসলাম হব্বুল, সাধারণ সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সদস্য ছাইফুল আলম বাবু মন্ডল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি সাইফুজ্জামান পিন্টু, রেল শ্রমিকলীগের সভাপতি ইকবাল হায়দার, কার্যকরী সভাপতি হামিদুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরুল আলম রতন, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, রফিজ উদ্দিন রফিক, এলাকাবাসী আজের আলী, মাহাবুল হোসেন, আনসারুল ইসলাম, হাফিজুর রহমান, আলাউদ্দিন প্রমুখ।

এ সময় আন্দোলনকারীরা জানান, রেলওয়ের এসব কলোনীতে ৪০ বছর থেকে অদ্যাবধি বৈধভাবে বসবাসকারী এসব পরিবারকে কোন নোটিশ না দিয়েই কয়েকদিন আগে রেলওয়ের একজন প্রকৌশলী এসে এসব বাসায় ক্রস চিহ্ন এঁকে দিয়ে দিয়ে বলে গেছেন তাদের উচ্ছেদ করা হবে। এতে তারা আতঙ্কগ্রস্থ হয়ে রেলওয়ের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার স্মারকলিপি গ্রহণ করে এ বিষয়ে বলেন, ক্ষতিগ্রস্থদের প্রত্যাবসনের ব্যবস্থা করে এসব জমি রূপপুর প্রকল্পের নিকট হস্তান্তরের সুপারিশ করে রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আমরা স্মারকলিপি পাঠিয়ে দিয়েছি।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST