পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদী উপজেলায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গাড়িচাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম উমির মালিথা, বয়স ৫৬ বছর। পথচারীরা রূপপুর পারমাণবিক প্রকল্পের ১নং গেটের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে পাকশী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে, রাতের দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এ সময় ঘন কুয়াশা ছিল।
এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানার ইনচার্জ রাজিবুল করিম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
উমির মালিথা পাকশী বালুঘাটের পাহারাদার ছিলেন। তার বাড়ি পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামে।
খবর২৪ঘণ্টা.কম/রখ