পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও সন্ত্রাসী হামলা-ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী রাকিবুল হাসান রনি ও তার সহযোগি শিশিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক আবু বাছেদ বুলু মিয়া’র আদালতে আত্মসমপর্ন করে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করেন রনি ও মামলার ৮ নং আসামী শিশির। আদালত উভয় পক্ষের শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত: ঈশ্বরদী সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের নিকট নিয়ম বহির্ভূতভাবে প্রস্পেক্টাস ও পাঠ পরিকল্পনা বিক্রি করে দিতে রাজি না হওয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস সবুর খান ও উপাধ্যক্ষ আব্দুল জলিলকে গত বুধবার (২৭ জুন) মারধর করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনিসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান, সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ প্রায় ৩৫-৪০ জন ছাত্রলীগ নেতা-কর্মীদের আসামী করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস সবুর খান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
#
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।