খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় ঈদে নতুন জামা কিনে না দেয়ায় ধাক্কা দিয়ে বাবাকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ছেলে নুরুল ইসলামের বিরুদ্ধে।
নিহত নজরুল ইসলাম ওই উপজেলার দেয়াড়া ইউপির ছলিমপুরের বাসিন্দা। রোববার রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, নজরুল ইসলাম ফুটপাতে জুতা বিক্রি করতেন। ঈদের আগের রাতে ভাত খাওয়ার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় ছেলের ধাক্কায় মাথা ফেটে যায় নজরুলের। তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল, পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সকালে সেখানেই নজরুল ইসলামের মৃত্যু হয়।
কলারোয়া থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, ঈদের নতুন জামা কিনে না দেয়ায় ঝগড়ার এক পর্যায়ে বাবাকে ধাক্কা দেয় ছেলে। এতে বাড়ির উঠানে ছিটকে পড়ে মাথায় আঘাত পান নজরুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মাজিদা বেগম মামলা করেছেন। খবর২৪ঘন্টা/এবি
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।