খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানী ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
দুপুর ১২টার দিকে পুলিশের প্রতিরোধের মুখে শিক্ষার্থীরা আফতাবনগরে জহুরুল ইসলাম সিটিতে ঢোকেন। পুলিশও তাঁদের ধাওয়া দেয়।
এর আগে সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেটের সামনে ও রাস্তায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন, পুলিশও তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর শিক্ষার্থীরা জহুরুল ইসলাম সিটিতে ভেতরের দিকে অবস্থান নেয়।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের সঙ্গে বেশ কিছু যুবক লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে।
দুপুর সোয়া ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও ওই যুবকেরা শিক্ষার্থীদের ধাওয়া করে জহুরুল ইসলাম সিটির ভেতরে গেছেন। এ সময় পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা গেছে। তারা সাঁজোয়া যান (এপিসি) নিয়ে এগিয়ে যাচ্ছিল।
খবর ২৪ঘণ্টা/ নই