1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করবে আইসিসি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করবে আইসিসি

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের যুদ্ধাপরাধের পুরোপুরি তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা। তিনি বলেছেন, এই তদন্তের পর ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যেতে পারে।

শুক্রবার এক বিবৃতিতে বেনসুদা বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন, যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকে এই তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে, তাই এটি শুরু করার জন্য বিচারকদের অনুমোদনের প্রয়োজন নেই। তবে কোনও ভূতাত্ত্বিক অবস্থানকে তদন্ত করবে পারবে তার টিম সে ব্যাপারে আইসিসি’র প্রি-ট্রায়াল চেম্বারের কাছে রুল আবেদন করেছেন বেনসুদা।

এদিকে আইসিসির এমন ঘোষণার পর ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমনটা করার ‘এখতিয়ার এই আদালতের নেই।’ ইসরায়েল আইসিসির সদস্য নয়। তিনি বলেন, এটা সত্য ও ন্যায়বিচারের জন্য একটি কালো দিন। এটা ভিত্তিহীন এবং ভয়ানক সিদ্ধান্ত। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছেন, ফিলিস্তিনিদের কারসাজির দ্বারা প্রভাবিত হয়েছেন এই কৌঁসুলি, যারা এই আদালতকে উইপেনাইজ করতে চায়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST