1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইসরাইল ক্ষেপণাস্ত্রের মজুদের ব্যাপারে মিথ্যাচার করছেঃ আউন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

ইসরাইল ক্ষেপণাস্ত্রের মজুদের ব্যাপারে মিথ্যাচার করছেঃ আউন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহ সেদেশের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে বৈরুত। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন সোমবার বৈরুতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র উপদেষ্টা জন লোরিমার’র সঙ্গে এক বৈঠকে তেল আবিবের দাবি প্রত্যাখ্যান করেন।

প্রেসিডেন্ট আউন বলেন, লেবাননের বেসামরিক এলাকায় বিশেষ করে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইহুদিবাদী ইসরাইল এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলার পাশাপাশি লেবাননের স্থল ও আকাশসীমা লঙ্ঘন করে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। লেবাননের প্রেসিডেন্ট সিরিয়া সংকটের আশু সমাধান করে দেশটির শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়ার আহ্বান জানান।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে দাবি করেন, লেবাননের হিজবুল্লাহ বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছে।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিলও নেয়ানিয়াহুর এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। লেবাননের যেসব এলাকায় কথিত ক্ষেপণাস্ত্র আছে বলে নেতানিয়াহু দাবি করেছেন সেসব এলাকা পরিদর্শনের জন্য ৭০টি দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়েছেন বাসিল।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team