1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইলেকশন কমিশনের ওপর মানুষের আস্থা নেই: সুজন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ মে ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ইলেকশন কমিশনের ওপর মানুষের আস্থা নেই: সুজন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা, ডেস্ক: মানুষের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, মানুষ ভোট দেয়ার গ্যারান্টি চায়। নাগরিক হিসেবে আপনি ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘কোন দলের কেমন ইশতেহার?’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বদিউল আলম বলেন, সবদল অংশগ্রহণ করলেই কেবল অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না। একটি সত্যিকারের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন তখনই বলা যাবে, যখন সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আরেকটি বিতর্কিত নির্বাচন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সকলে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই নির্বাচন সুষ্ঠু হবে।
সুজন সম্পাদক বলেন, ইশতেহারে সবসময় ভালো ভালো বিষয় আনা হয়, প্রতিশ্র“তির ফুলঝুড়ি থাকে, কিন্তু রাজনৈতিক দলগুলো পরবর্তীতে এগুলো ভুলে যায়।

সুজন সভাপতি ও সাবেক সচিব হাফিজ উদ্দিন বলেন, এই ইলেকশন কমিশনের ওপরে মানুষের আস্থা নেই। আমারও আস্থা নেই। এখন পর্যন্ত তারা এমন কিছু করতে পারেনি, যার কারণে আস্থাশীল হওয়া যায়। সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনিও শঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারের বিভিন্ন ইতিবাচক দিকের পাশাপাশি যেসব বিষয় অনুপস্থিত সেগুলোও তুলে ধরা হয়।

সুজনের পক্ষ থেকে বলা হয়, অতীতের ন্যায় নির্বাচনী ইশতেহার যেনো শুধুই কথার ফুলঝুড়িতে পরিণত না হয়, সেজন্য আশা করেছিলাম যে, দলগুলো তাদের ইশতেহারে ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনার রূপরেখা দেবে। তারা সরকার গঠন করলে প্রথম ১০০ দিন কী করবে, প্রথম বছর কী করবে, এভাবে তৃতীয়-চতুর্থ ও শেষ বছর কী করবে তার কর্মপরিকল্পনা দিলে দলগুলো নিজেদের সমস্যাগুলো অগ্রাধিকার স্থাপন সহজ হতো। কিন্তু সেগুলো এবারের ইশতেহারেও অনুপস্থিত।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team