1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইরান-কোরিয়ার প্রাথমিক দল ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

ইরান-কোরিয়ার প্রাথমিক দল ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মে, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র একটি মাস। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী ৩২টি দেশ। শুরু হয়ে গেছে দল গোছানোর পালা। মিসর, স্বাগতিক রাশিয়া, পোল্যান্ডের পর এবার প্রাথমিক দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া ও ইরান।

দক্ষিণ কোরিয়ার কোচ শিন তেয়াং প্রাথমিক দল ঘোষণা করেছেন দুটি চমক দিয়ে। দল থেকে বাদ পড়েছেন এর আগে দুটি বিশ্বকাপ খেলা লি শেংউ ও লি চাংইয়ং। ইনজুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার কিম মিনজে ও উইঙ্গার ইয়ম কিহুন। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দেখা যাবে মিডফিল্ডার কি শাংইয়ংকে।

অন্যদিকে ইরান দল সাজিয়েছে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই। নেদারল্যান্ডসের ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা আলিরেজা জাহানবক্স থাকবেন দলের প্রাণভোমড়া হিসেবে। ইরানের ফুটবল ইতিহাসে পরপর দুটি বিশ্বকাপ খেলার অনন্য দৃষ্টান্ত গড়তে যাচ্ছেন টিম মেল্লি।

ইরানের প্রাথমিক দল :

গোলরক্ষক : আলিরেজা বেইরাভান্ড, সায়েদ হোসেইন হোসেইনি, রশিদ মাজাহেরি ও আমির আবেদজান্দেহ।

ডিফেন্ডার: রামিন রেজায়েইন, ভোরিয়া ঘাফোউরি, স্টিভেন বেইতাসোর, সাইদ জালাল হোসেইনি, মোহাম্মদ রেজা খানজাদেহ, মোরতেজা পোউলিগঞ্জি, মোহাম্মদ আনসারি, পেজমান মোন্তাজেরি, সাইদ মাজিদ হোসেইনি, মিলাদ মোহাম্মদি, ওমিদ নোরাফকন, সাইদ ঘেই ও রোজবেহ চেশমি।

মিডফিল্ডার : সাইদ ইজাহোলাহি, মাসুদ শোজায়েই, আহমাদ আব্দোলাজাদেহ, সামান ঘোডোস, মাহদি তোরাবি, আসকান ডেজাঘাহ, ওমিদ এব্রাহিমি, এহসান হাজসাফি, আলি কারিমি, রোউশ রাফিয়ে, আলি ঘোলিজাদেহ ও ভাহিদ আমিরি।
ফরোয়ার্ড : আলিরেজা জাহানবক্স, করিন আনসারিফর্দ, মাহদি তারেমি, সরদার আজমোন, রেজা গুনচানেজাদ ও কাবেহ রেজায়েই।

দক্ষিণ কোরিয়ার প্রাথমিক দল :

গোলরক্ষক : কিম সেউগু, কিম জিনয়েওন ও চো হেওনউ।

ডিফেন্ডার : কিম ইয়ংওং, জাং হাংসু, জেয়ং সেংইয়ং, উন ইয়ংসেয়ং, কিউন কুনওং, ওহ কানসুক, কিম জিনসু, কিম মিনউ, পার্ক জোহো, হং ছুল, গো ইহান, লি ইয়ং।

মিডফিল্ডার : কি সাংইয়ং, জেয়ং উংইয়ং, কোয়ন চাংহুন, জু সেজং, কো জাচেয়ল, লি জাসুং, লি সেউংউ, মুন সুনমিন ও লি চাংইয়ং।

ফরোয়ার্ড : কিম শিনউক, সন হেউংমিন, হাওয়াং হিচান ও লি কেউনহো।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST