খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: মুখে কিছু না বললেও এটা সত্যি, যে হলিউড সিরিজ ‘কোয়ান্টিকো’ বন্ধ হয়ে যাওয়ার পর বেশ সমস্যাতেই পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ ফোর্থ সিরিজের শ্যুটিং শুরু হওয়ার আগেই এমন সিদ্ধান্তে বেশ হতাশ নায়িকা৷ এমনকি হাতেগোনা কয়েকটি হলিউড সিনেমা ছাড়া তেমন কোনও কাজও নেই তাঁর৷ উল্লেখযোগ্য প্রজেক্ট বলতে শুধু বলিউডের একমাত্র ‘ভারত’ সিনেমাই হাতে রয়েছে নায়িকার৷ এই অবস্থায় নায়িকা তাঁর পুরোনো ফ্রেঞ্চাইজির কাছেই যেতে মরিয়া হয়ে পড়েছেন৷
তাঁর ফ্র্যাঞ্চাইজি বলতে যে ‘কৃষ’ এবং ‘ডন’র কথা হচ্ছে তা বলাই বাহুল্য৷ প্রসঙ্গত ‘কৃষ’-এর চতুর্থ ইনস্টলমেন্ট নিয়ে জল্পনার শেষ নেই৷ ‘কৃষ ফোর’র অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের পর একাধিকবার রাকেশ রোশন এবং তাঁর ছেলে হৃতিক রোশন প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ছিলেন৷ কিন্তু নায়িকা সেরকম রেসপন্স দেননি৷
সূত্রের খবর, নায়িকার এরম ব্যবহারে আশাহত হয়েই ব্যতিক্রম মুখ খুঁজছিলেন নির্মাতারা৷ পরে অভিনেত্রী ইয়ামি গৌতমকে অফারটি দেওয়া হয়৷ তিনি সম্মতি জানানোর পরই তাঁকে নিয়ে আলাদাভাবে চিত্রনাট্য লেখা শুরু হয়৷ অন্যদিকে নায়িকাও নিজে থেকে প্রস্তুতি নিতে শুরু করেন সিনেমাটির জন্য৷
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া নাকি যোগাযোগ করার চেষ্টা করছেন হৃতিক এবং রাকেশ রোশনের সঙ্গে৷ তবে পিগি চপসকে এখনও আশ্বস্ত করেননি তাঁরা৷ এরকম অবস্থায় পুরোনো নায়িকার সঙ্গেই কৃষের সিক্যোয়েল হবে নাকি নতুন মুখের সঙ্গে নতুনভাবে আসতে চাইবেন প্রযোজকরা, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন৷ যদিও কোন পক্ষই এখনও মিডিয়ার সামনে কিচ্ছু বলেনি৷ এদিকে এমন খবর বাইরে আসায় সিঁদুরে মেঘ দেখছে বলিডিভা ইয়ামি গৌতম৷
খবর২৪ঘণ্টা.কম/জন