1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইভিএম দিয়ে আওয়ামী লীগ দেশের মানুষকে বোকা বানাতে চায়: নোমান - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

ইভিএম দিয়ে আওয়ামী লীগ দেশের মানুষকে বোকা বানাতে চায়: নোমান

  • প্রকাশের সময় : শনিবার, ১ সেপটেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে আওয়ামী লীগ সরকার এদেশের মানুষকে নতুন করে ধোকা দিয়ে বোকা বানাতে চায়। ইভিএম কারচুপি করে আবারও ক্ষমতায় আসতে চায়, কিন্ত দেশের মানুষ তা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শনিবার বিকেলে নগরের নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নগর বিএনপি এ সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, ইভিএম দিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ সরকার। তারা ২০১৪ সালের মতো আরেকটি কারচুপির নির্বাচন করতে চায়। জনগণের ওপর এ সরকারের আস্থা নেই, কারণ তারা ক্ষমতায় থেকে জনগণকে কিছু দেয়নি। জনগণ শুধু অত্যাচারিত হয়েছে।

তিনি বলেন, আমরা জনগণের ভোটের অধিকার চাই। দেশে উচ্ছৃঙ্খলতা চাই না। চাই সুষ্ঠু, সুচ্ছৃঙ্খল নির্বাচন। যাতে জনগণ ভোট দিতে পারে এবং নির্বাচনে যাওয়ার এটাই আমাদের শর্ত। এজন্য সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা প্রত্যাহার করতে হবে।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপি নেতা এসএম ফজলুল হক, জালাউদ্দিন মজুমদার, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার  প্রমুখ।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST