1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৫ শতাংশ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

ইবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৫ শতাংশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

খবর ২৪ ঘন্টা ডেস্ক :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ৫ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে লাফল হস্তান্তর করেন ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ ইউনিট সমন্বয়কারীর সদস্যরা।

সংশ্লিস্ট ইউনিট সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি বিভাগে মোট ৫৫০টি আসনের বিপরীতে ১৫ হাজার ৭৩৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে এক হাজার ১৩৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস করেন।

মোট তিন শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে (বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা) মোট ২১৪টি আসনের বিপরীতে ছয় হাজার ১১৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে মোট ৪৭০ জন শিক্ষার্থী পাস করে।

দ্বিতীয় শিফটে (দুপুর ২টা থেকে ৩টা) মোট ২১৫টি আসনের বিপরীতে ছয় হাজার ১৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট ৪২৩ জন শিক্ষার্থী পাস করে।

এছাড়া তৃতীয় শিফটে (বিকেল ৪টা থেকে ৫টা) মোট ১২১টি আসনের বিপরীতে তিন হাজার ৪৭৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ইউনিটের দেওয়া নির্ধারিত শর্তের মধ্যে ১০২ শিক্ষার্থী পাস করে।

তবে ইউনিটের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় ৭ না পাওয়ায় তৃতীয় শিফটে নির্ধারিত আসনের মধ্যে ১৯টি আসন ফাঁকা থাকে। পরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ‘ডি’ ইউনিটের তৃতীয় শিফটে লিখিত পরীক্ষায় পাসের শর্ত শিথিল করে ৫ করা হয়।

একই সঙ্গে ওই শিফটের ১৯টি আসনের মেধাতালিকা এবং ১২১ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকাসহ মোট ২৪২ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে।

‘ডি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট https://www.iu.ac.bd তে পাওয়া যাবে জানা যায়।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST