নিজস্ব প্রতিবেদক :
আয়কর দিবস-২০১৮ উপলক্ষে রাজশাহী মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কর ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার, মোয়াজ্জেম হোসেন, কর কমিশনার (আপীল), কর আপীল অঞ্চল রাজশাহীর মোহাম্মদ মাসুদ, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি, আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মহসীন খান। সভায় সভাপতিত্ব করেন কর কমিশনার ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম। জনসচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠ কর
সংস্কৃতি বিকাশের লক্ষ্যে সভায় আলোচনা করা হয়। র্যালির পরিবর্তে এ বছরস আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে কর ভবন প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক করদাতা এবং সুধীজন অংশগ্রহণ করেন। জাতীয় রাজস¦ বোর্ডের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।