খবর২৪ঘণ্টা, ডেস্ক: আশুলিয়ার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামিম (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
নিহত শামীম যশোর জেলার কোতোয়ালী থানার মহেন্দপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। এর আগে রবিবার রাত ৯টার দিকে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে ডাকাত শামীমকে আটক করে থানা পুলিশ। সে নিজেকে ডিবি পুলিশের ওসি পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রবিবার রাত ৯টার দিকে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে ডাকাত সর্দার শামিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডিবি পুলিশের ওসি পরিচয় দিয়ে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত সাভার, ধামরাই, গাজিপুরসহ বিভিন্ন থানায় ৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে শামীম জানায় আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় একটি গ্রুপ রয়েছে যারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। তার দেয়া তথ্য অনুযায়ী সোমবার ভোররাতে ধামরাই ও আশুলিয়ার থানা পুলিশ আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ডাকাতদের সন্ধানে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের ঘটনায় ডাকাত দলের গুলিতেই তার মৃত্যু হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।