আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহীর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা ওবায়দুর রহমান।
বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী- জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক- জননেতা ওবায়দুল কাদের এমপি, ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সন্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ইসলামিক চিন্তাবিদ-ড.খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব জননেতা-এডভোকেট সিরাজুল মোস্তফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওবায়দুর রহমান।
ধর্ম বিষয়ক উপকমিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পেরেছি এতটুকুই আমার বড় পাওয়া। দল আমাকে মূল্যায়ন করেছে তার প্রতিদান হিসেবে আমৃত্য কাজ করে যাবো।
তিনি বলেন,দলের সকল সাংগঠনিক কার্যক্রম নীতি আদর্শ মেনে চলব। আমি নীতি আদর্শের রাজনীতি করতে চাই। এখন উপকমিটিতে স্থান পাওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক কাজের পরিধি আরো বেড়ে গেল।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার ভিশন-ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে নিজেকে হাতিয়ার হিসেবে নিয়োজিত রাখবো।
এদিকে,ওবায়দুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএ/