নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাজশাহী মহানগর আাওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আছর মহানগরীর হেতেমখাঁ মরহুমের বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মোজাফফর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার,
বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র-উপদেষ্টা জাকিরুল ইসলাম সান্টুসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরে পৌছালে অসুস্থ্য হয়ে পড়েন প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলু। তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নগরীর হেতেমখাঁ করবস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।