খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার। ড্র আর হারের পর এখন অনেকটাই ব্যাকফুটে মেসিরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। এই ম্যাচটি টিম আর্জেন্টিার জন্য ডু অর ডাই ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নাইজেরিয়ার বিপক্ষে অবশ্যই জিততে হবে মেসিদের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তুরস্কের রেফারি কানেট সাকির।
এ বিষয়ে ফুটবল বোদ্ধারা বলছেন, উত্তেজনাপূর্ণ এই ম্যাচের তিনি দায়িত্বটা ভালোভাবেই পালন করবেন। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এই টার্কিশ রেফারির।
২০১৪ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে সাকির তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে প্রথম ম্যাচে গ্রুপ পর্বে ব্রাজিল-মেক্সিকো, দ্বিতীয় ম্যাচে গ্রুপ পর্বেরই অন্য একটি খেলায় আলজেরিয়া ও রাশিয়ার ম্যাচ এবং শেষটিতে সেমিফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ পরিচালনা করেন সাকিরি।
ম্যাচের অপর দুই সহযোগী তুরস্কের বাহাতিন দুরান ও তারিক অনগুন।
খবর ২৪ঘণ্টা/ নই