গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালে অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। মেয়েরা প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সাবিনা খাতুনদের আর্থিক পুরস্কারের ঘোষণা করেছিল।
চ্যাম্পিয়ন হওয়ার ছয় মাস অতিক্রম হওয়ার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের ঘোষণা করা ৫০ লাখ টাকা করে পুরস্কার বুঝে পাননি মেয়েরা। এসব পুরস্কার বুঝে না পাওয়ায় চারিদিকে সমালোচনার ঝড়ও ওঠে।
এদিকে টাকার অভাবে মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্বে অংশ নিতে পারেনি গোলাম রব্বানি ছোটনের দল। সেই কথা সামনে আসার পর কয়েকদিন আগে বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং বিসিবি মেয়েদের পুরস্কারের অর্থ বুঝিয়ে দেয়। এর মধ্যে বিসিবি ঘোষণার চেয়েও এক লাখ টাকা বেশি অর্থাৎ ৫১ লাখ টাকা দিয়েছে।
তবে কেবল বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর ঘোষিত ৫০ লাখ টাকা পে অর্ডারের কারণে দেওয়া বাকি ছিল। সেই টাকাও বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সাবিনারা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় সালাম মুর্শেদী উপস্থিত থেকে সাফজয়ী নারী ফুটবলারদের হাতে অর্থের চেক তুলে দেবেন। এ সময় বাফুফের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
বিএ/