আন্তর্জাতিক ডেস্ক: হুবেই প্রদেশে আরও ১৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। করোনাভাইরাসে এ নিয়ে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল।
সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর প্রকাশ করেছে।
হুবেই স্বাস্থ্য কমিশনের মতে, সংক্রমণের ফলে এ প্রদেশে ১ হাজার ৯২১ জন মারা গেছে। নতুন করে ১ হাজার ৬৯৩ জন আক্রান্ত হয়েছে।
হুবেই’র বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ২ হাজার এবং বিশ্বব্যাপী মৃতের সংখ্যা কমপক্ষে ২,০০৫ এ পৌঁছেছে। হংকং, তাইওয়ান, জাপান, ফিলিপাইন এবং ফ্রান্সে মূল ভূখণ্ডের চীনের বাইরে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৮২ হাজারের বেশি। এর মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৫৪৮। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬১০ রোগী।
এদিকে মঙ্গলবার বেইজিং ভিত্তিক আর্থিক ও সংবাদমাধ্যম সংস্থা কাইক্সিন জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ৩ হাজারেরও বেশি চীনা স্বাস্থ্যকর্মী করোনভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন। যা সরকারি রিপোর্টের চাইতে দ্বিগুণ।
এমকে