নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আরএমপি পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আরএমপি পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম। কল্যাণ সভায় পুলিশ কমিশনার ফোর্সের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে চিকিৎসা ব্যয় বিল কল্যাণ তহবিল থেকে
ব্যয় মঞ্জুরি প্রদান করেন। কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালাম বেগম, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা ও উপ-পুলিশ কমিশনার পিওএম সাইফুল ইসলাম প্রমুখ।
আর/এস