রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার মালো পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার আল-আমিনের পুরুষাঙ্গ কেটে ফেলেছে অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এসআই ইফতেখার আল-আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরী বিভাগ থেকে প্রথমে তাকে দুই নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছিল। সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে (ওটিতে) নেওয়া হয়।
এসআই ইফতেখার আল-আমিন নগরীর বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এসআই ইফতেখার আল আমিনের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এঘটনায় তার আটক করা হয়েছে। পরে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, ধারালো কিছু দিয়ে এই পুলিশ কর্মকর্তার বিশেষ অঙ্গ দুই ভাগ করে দেওয়া হয়েছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানান।
বিএ/