নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি সিদ্দিুকুর রহমান স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। রামেক হাসপাতালে তাদের নমুনা পরীক্ষা হলে গতকাল শুক্রবার করোনা পজিটিভ আসে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস তথ্য নিশ্চিত করে তিনি জানান, মতিহার থানার ওসি ও তার স্ত্রীর করোনা সনাক্ত হয়েছে। আসম সিদ্দিকুর রহমান (৪২) ও শাম্মী সুলতানা (৩৫)। আক্রান্ত দুইজন মতিহার থানার ওসি ও তার স্ত্রী।
এর আগে করোনার উপসর্গ দেখা দিলে ওসিসহ তার স্ত্রী রামেক হাসপাতালে নমুনা দেন । শুক্রবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। আর এমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ওসি আসম সিদ্দিুকুর রহমান রামেক হাসপাতালে ভর্তি আছেন। তাদের শারীরিক অবস্থা ভালো। তার স্ত্রী নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।